সুচিপত্র
- ১০ কার্ত্তিক ১৪৩০, শনিবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ২৮ অক্টোবর ২০২৩, শনিবার
- 10 কার্ত্তিক 1430 তিথি পঞ্জিকা:
- ১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে অমৃতযোগ:
- ১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
- ১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে বিবাহ লগ্ন:
- ১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- ১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে রাশিফল:
- কার্ত্তিক মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
- Bengali Calendar 1430
১০ কার্ত্তিক ১৪৩০, শনিবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ২৮ অক্টোবর ২০২৩, শনিবার
10 কার্ত্তিক 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (10 Kartik 1430 Tithi Today Panjika and Rashifal) – Today Bengali Date
কোন ভাল কাজ করার জন্য ভালো দিন, ভালো তিথি, শুভক্ষণ, দেখে তবে সেই কাজটি সম্পন্ন করার জন্য আগ্রহ প্রকাশ করেন অনেকেই। এমনও অনেক দিন রয়েছে যেগুলিতে কোন শুভ কাজ করার মত শুভক্ষণ থাকে না। সুন্দর একটি দিন বেছে নেওয়ার জন্য কোন কিছুর উপরে ভরসা তো করতেই হয়, তাই না !
সেই কারণেই পঞ্জিকার সহযোগিতা নিতে হয়। শুভযাত্রা, শুভ কাজ, শুভ বিবাহ, তার পাশাপাশি সকল রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন কাটতে চলেছে, চলুন জানা যাক।
10 কার্ত্তিক 1430 তিথি পঞ্জিকা:
আজকের বাংলা তারিখ ১০ কার্ত্তিক ১৪৩০, শনিবার | |
🌄 সূর্যোদয়- সকাল ৫ টা ৪৩ মিনিট | 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৫ টা ১ মিনিট |
⛪️ ইংরেজি: | ২৮ শে অক্টোবর ২০২৩ |
🛕 ভাস্করাব্দ: | ৬ কার্ত্তিক |
🌺 অসম: | ১০ কাতি |
☀️ বিক্রম সংবৎ: | ১৫ আশ্বিন সুদি |
🕌 ইসলামিক: | ১২ রবিঃ সানি |
🐚 শুভ কর্ম্ম: | দুপুর ২:১১ মিনিট থেকে ৩ টে ৩৫ মিনিটের মধ্যে বিপন্যারম্ভ |
✈️ যাত্রা:- আজ যাত্রা নেই। তবে রাত ১ টা ৫৬ মিনিট থেকে যাত্রা শুভ। পূর্বে ও দক্ষিণে যাত্রা নিষেধ, শেষ রাত্রি ৪ টে ৮ মিনিট থেকে পুনঃ যাত্রা নেই। |
১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে অমৃতযোগ:
সূর্যোদয় থেকে সকাল ৬:৩৫ মিনিটের মধ্যে, সকাল ৭:১৯ মিনিট থেকে ৯:৩০ মিনিটের মধ্যে, ১১:৪৩ মিনিট থেকে দুপুর ২ টো ৩৮ মিনিটের মধ্যে ও ৩ টে ২২ মিনিট থেকে সন্ধ্যা ৫ টার মধ্যে, আবার রাত ১২ টা ৪০ মিনিট থেকে ২ টো ২৩ মিনিটের মধ্যে অমৃত যোগ রয়েছে।
১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
আজ রাত ২ টো ২৩ মিনিট থেকে ৩ টে ১৫ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ আছে।
১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে বিবাহ লগ্ন:
এই দিন কোনো বিবাহের লগ্ন নেই।
১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন
- সন্ধ্যা ৫ টা থেকে রাত ৬ টা ৩৬ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণব্রত ও শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজা
- রাত্রিতে কোজাগর কৃত্য
- গোস্বামী মতে রাত্রিতে শ্রী শ্রী কৃষ্ণের শারদ রাস যাত্রা
- রাত ১ টা ৫৬ মিনিটের মধ্যে আশ্বিনী পূর্ণিমা বিহিত স্নানদানাদি
- দেশ বিশেষে প্রচলিত কৌমুদী (কুমার) পূর্ণিমা
- গোস্বামী মতে পৌর্ণমাস্য আরম্ভকল্পে নিয়ম সেবা আরম্ভ
- জৈন ধর্মাবলম্বীদের ওলি পর্ব সমাপন
- আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণ (ভারতবর্ষে দৃশ্য)
- মহাত্মা শ্রী নকুল সাধুদের আবির্ভাব উপলক্ষে ভারতীয় বাংলাদেশের বিভিন্ন স্থানে উৎসব
- মহান সাধক কবি পরম গুরু ভবা পাগলার শুভ জন্মতিথি
- মালদহ জেলার বামন গোলা থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে একটি বিশাল মেলা বসে
- বীরভূমের নলহাটিতে সহ্যকালের পূজা ও মেলা
- মালদহ জেলার কৃষ্ণনগরে ও গোবিন্দপুর গ্রামে কোজাগরী লক্ষ্মী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়।
- Mera Houchongba (Manipur), [আশ্বিনী পূর্ণিমা]
- রাত ১ টা ৫৬ মিনিট পর গৌণ চন্দ্র কার্ত্তিক
কৃষ্ণপক্ষ হিন্দি কার্ত্তিক বদি আরম্ভ - শ্রী শ্রী রঘুনাথজির (রঘুবাবা) আবির্ভাব দিবস পশ্চিম মেদিনীপুর (২৮ শে অক্টোবর)
- ভগিনী নিবেদিতার জন্ম দিবস (২৮ শে অক্টোবর ১৮৬৭ খ্রিস্টাব্দ)
- সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের প্রয়াণ দিবস (২৮ শে অক্টোবর ২০০২ খ্রিস্টাব্দ)
১০ কার্ত্তিক ১৪৩০ তারিখে রাশিফল:
এই রাশির জাতক-জাতিকাদের আজ দ্বি-চক্র যানে বিপদের সম্ভাবনা রয়েছে। | |
এই দিনে এই রাশির জাতক জাতিকারা মানসিক তৃপ্তি পেতে পারেন। | |
আজ উচ্চ রক্তচাপে কষ্ট হতে পারে। | |
এই দিন ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। | |
সিংহ রাশির জাতক জাতিকাদের আজ মিথ্যা অপবাদ হতে পারে। | |
আজ রাজনীতিতে সুনাম রয়েছে। | |
এই রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায় মন্দা হতে পারে। | |
আজ গুণীজনের সঙ্গ পেতে পারেন। | |
আজ পতনের আশঙ্কা রয়েছে। | |
এই রাশির জাতক-জাতিকাদের আজ বাতের বেদনা হতে পারে। | |
আজ বিষাদগ্রস্ত থাকতে পারেন। | |
এই দিনটি তে এই রাশির জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি থাকতে পারে। |
কার্ত্তিক মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
Bengali Calendar 1430
বৈশাখ 1430 | জ্যৈষ্ঠ 1430 |
আষাঢ় 1430 | শ্রাবণ 1430 |
ভাদ্র 1430 | আশ্বিন 1430 |
কার্ত্তিক 1430 | অগ্রহায়ণ 1430 |
পৌষ 1430 | মাঘ 1430 |
ফাল্গুন 1430 | চৈত্র 1430 |