সুচিপত্র
- ১০ বৈশাখ ১৪৩০, সোমবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ২৪ এপ্রিল ২০২৩, সোমবার
- 10 বৈশাখ 1430 তিথি পঞ্জিকা:
- ১০ বৈশাখ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
- ১০ বৈশাখ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
- ১০ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- ১০ বৈশাখ ১৪৩০ তারিখের রাশিফল:
- বৈশাখ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
- 10 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal Video:
- Bengali Calendar 1430
১০ বৈশাখ ১৪৩০, সোমবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ২৪ এপ্রিল ২০২৩, সোমবার
10 বৈশাখ 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (10 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal)
আজ বৈশাখ মাসের ১০ তারিখ, এই দিনে কোন কোন শুভক্ষণ রয়েছে, তিথি রয়েছে, যে শুভ তিথিতে শুভ কাজ করা সম্ভব হবে, কোন কোন উৎসবগুলি রয়েছে আর বিশেষ দিন হিসেবে বৈশাখ মাসের ১০ তারিখ টি কেমন, সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। তার সাথে সাথে সমস্ত রাশির জাতক-জাতিকা দের এই দিনটি কেমন কাটবে? চলুন জেনে নিই:
10 বৈশাখ 1430 তিথি পঞ্জিকা:
১০ ই বৈশাখ ১৪৩০, সোমবার | |
🌄 সূর্যোদয়- সকাল ৫ টা ১৩ মিনিট | 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিট |
⛪️ ইংরেজি: | ২৪ শে এপ্রিল ২০২৩ |
🛕 ভাস্করাব্দ: | ৪ রা বৈশাখ |
🌺 অসম: | ১০ বহাগ |
☀️ বিক্রম সংবৎ: | ৪ বৈশাখ সুদি |
🕌 ইসলামিক: | ৩ শওয়াল |
🐚 শুভ কর্ম: | সকাল ১১ঃ৪ মিনিট এরপর গাত্র হরিদ্রা, অব্যুঢ়-অন্ন, নামকরণ, দেবতা গঠন, নৌকা চালন, নৌকা যাত্রা, ক্রয় বাণিজ্য, বিক্রয় বাণিজ্য, হল প্রবাহ, বীজ বপন, বৃক্ষরোপণ, ধান কাটা, ধান রোয়া, নবান্ন, যবশ্রাদ্ধ, গরু বিক্রয়, কারখানা আরম্ভ, কুমারী নাসিকাবেধ, যানবাহন ক্রয় এবং বিক্রয়, কম্পিউটার নির্মাণ এবং চালনা, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন অথবা মুখে ভাত, দীক্ষা গ্রহণ, বিপন্যারম্ভ, পূন্যাহ, শান্তিস্বস্ত্যয়ন, গ্রহ পূজা, ধান রোপন। |
✈️ যাত্রা- যাত্রা বলতে গেলে এই দিনে শুভ, তবে পূর্বে যাত্রা করা নিষেধ, সকাল ৫ টা ১৭ মিনিট থেকে নৈঋত এ ও অগ্নিকোনেও যাত্রা নিষেধ, সকাল ৮ টা ৫৩ মিনিট থেকে পূর্ব দিকে যাত্রা নিষেধ। রাত ২ টো ৪২ মিনিট পর থেকে আর কোনো রকম যাত্রা শুভ নয়। |
১০ বৈশাখ ১৪৩০ তারিখে অমৃতযোগ:
সকাল ৬ টা ৪৬ মিনিট এর মধ্যে ও ১০ টা ১৪ মিনিট পর থেকে ১২ টা ৫১ মিনিটের মধ্যে, তারপর রাত ছটা ৫০ মিনিটের পর থেকে ৯ টা পর্যন্ত এবং ১১ টা ১১ থেকে ২ টো ১০ পর্যন্ত সময়ের মধ্যে অমৃতযোগ রয়েছে।
১০ বৈশাখ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
দুপুর ৩ টে ৩০ মিনিটের পর থেকে ৫ টা ১৫ মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ রয়েছে।
১০ বৈশাখ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- এই দিন উৎসব হিসেবে স্বামী অদ্ভুতানন্দের তিরোভাব দিবস (২৪ শে এপ্রিল ১৯২০ খ্রিস্টাব্দ)।
- জামশেদপুর কালিবাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা গৃহি শ্রেষ্ঠ সাধক প্রবর শ্রীমদ যুগ বশিষ্ট্য দেবের তিরোভাব দিবস।
১০ বৈশাখ ১৪৩০ তারিখের রাশিফল:
মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে এই দিন নব উদ্যোগ এর সম্ভাবনা রয়েছে। | |
বৃষ রাশির জাতক-জাতিকাদের এই দিন কোন কারনে আতঙ্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে। | |
মিথুন রাশির ব্যক্তিদের এই দিন শ্রম বৃদ্ধি হতে পারে। | |
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনে নতুন আশার সঞ্চার হতে পারে। | |
সিংহ রাশির ক্ষেত্রে এই দিনটি তে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। | |
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দিনে রাজনৈতিক বিবাদের সম্ভাবনা রয়েছে। | |
এই দিনে জনহিতকর কার্য করার সম্ভাবনা রয়েছে, তুলা রাশির জাতক-জাতিকাদের। | |
পতনের আশঙ্কা রয়েছে এই দিন বৃশ্চিক রাশির ব্যাক্তিদের। | |
ধনু রাশির ক্ষেত্রে আজকের দিনটিতে কোন অনুদান লাভ করতে পারেন। | |
মকর রাশির ক্ষেত্রে এই দিনটি শিক্ষক দের ক্ষেত্রে খুবই শুভ। | |
কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিন অভিমান হওয়ার সম্ভাবনা থাকতে পারে। | |
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই দিনে কোন দ্রব্যের ক্ষতি হতে পারে। |
বৈশাখ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
৩০ | ৩১ | ১ | ||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
10 Baisakh 1430 Tithi Today Panjika and Rashifal Video:
Bengali Calendar 1430
বৈশাখ 1430 | জ্যৈষ্ঠ 1430 |
আষাঢ় 1430 | শ্রাবণ 1430 |
ভাদ্র 1430 | আশ্বিন 1430 |
কার্ত্তিক 1430 | অগ্রহায়ণ 1430 |
পৌষ 1430 | মাঘ 1430 |
ফাল্গুন 1430 | চৈত্র 1430 |