সুচিপত্র
- ১ ফাল্গুন ১৪৩০, বুধবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ১৪ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার
- 1 ফাল্গুন 1430 তিথি পঞ্জিকা:
- ১ ফাল্গুন ১৪৩০ তারিখে অমৃতযোগ:
- ১ ফাল্গুন ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
- ১ ফাল্গুন ১৪৩০ তারিখে বিবাহ লগ্ন:
- ১ ফাল্গুন ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- ১ ফাল্গুন ১৪৩০ তারিখে রাশিফল:
- ফাল্গুন মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
- Bengali Calendar 1430
১ ফাল্গুন ১৪৩০, বুধবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ১৪ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার
1 ফাল্গুন 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (1 Phalgun 1430 Tithi Today Panjika and Rashifal) – Today Bengali Date
কোন ভাল কাজ করার জন্য ভালো দিন, ভালো তিথি, শুভক্ষণ, দেখে তবে সেই কাজটি সম্পন্ন করার জন্য আগ্রহ প্রকাশ করেন অনেকেই। এমনও অনেক দিন রয়েছে যেগুলিতে কোন শুভ কাজ করার মত শুভক্ষণ থাকে না। সুন্দর একটি দিন বেছে নেওয়ার জন্য কোন কিছুর উপরে ভরসা তো করতেই হয়, তাই না !
সেই কারণেই পঞ্জিকার সহযোগিতা নিতে হয়। শুভযাত্রা, শুভ কাজ, শুভ বিবাহ, তার পাশাপাশি সকল রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন কাটতে চলেছে, চলুন জানা যাক।
1 ফাল্গুন 1430 তিথি পঞ্জিকা:
আজকের বাংলা তারিখ ১ ফাল্গুন ১৪৩০, বুধবার | |
🌄 সূর্যোদয়- সকাল ৬ টা ১৭ মিনিট | 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৫ টা ২৭ মিনিট |
⛪️ ইংরেজি: | ১৪ ই ফেব্রুয়ারী ২০২৪ |
🛕 ভাস্করাব্দ: | ২৫ মাঘ |
🌺 অসম: | ১ ফাগুন |
☀️ বিক্রম সংবৎ: | ৫ মাঘ সুদি |
🕌 ইসলামিক: | ৩ শাবান |
🐚 শুভ কর্ম্ম: | গাত্র হরিদ্রা, অব্যুঢ় অন্ন, দ্বিরাগমন, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, কর্ণবেধ, দীক্ষা গ্রহণ, দেবগৃহআরম্ভ, গৃহআরম্ভ, দেবগৃহপ্রবেশ, গৃহপ্রবেশ, শঙ্খরত্ন ধারন, জলাশয় আরম্ভ, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা প্রতিষ্ঠা, দেবতা গঠন, বিষ্ণুপ্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, বিপন্যারম্ভ, ক্রয় বাণিজ্য, বৃক্ষ-প্রতিষ্ঠা, পুণ্যাহ, গ্রহ পূজা, শান্তিস্বস্ত্যয়ন, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষরোপণ, ধান্যস্থাপন, নবান্ন, কারখানারম্ভ, কুমারীনাসিকাবেধ, যানবাহন ক্রয় ও বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন, বিকেল ৪ টে ৩০ মিনিটের মধ্যে সাধ ভক্ষণ, ধান্যচ্ছেদন, বীজ সংগ্রহ |
✈️ যাত্রা:- আজ যাত্রা শুভ। তবে উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ। দুপুর ২ টো ২৯ মিনিট পর পূর্বে যাত্রা নিষেধ, সন্ধ্যা ৬:০৫ মিনিট পর যাত্রা নেই। |
১ ফাল্গুন ১৪৩০ তারিখে অমৃতযোগ:
সূর্যোদয় থেকে সকাল ৭:৩০ মিনিটের মধ্যে, সকাল ৯ঃ৫০ থেকে ১১ঃ২৪ মিনিটের মধ্যে, দুপুর ৩ টে ১৮ মিনিট থেকে বিকেল ৪ টে ৫০ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬ টা ২৭ মিনিট থেকে রাত ৮ঃ৫৫ মিনিটের মধ্যে ও রাত ১ টা ৫০ মিনিট থেকে সকাল ৬ টা ১৬ মিনিটের মধ্যে অমৃত যোগ রয়েছে।
১ ফাল্গুন ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:
আজ দুপুর ১ টা ৪৪ মিনিট থেকে ৩ টে ১৮ মিনিটের মধ্যে এবং রাত ৮:৫৫ থেকে ১০:৩৪ মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ আছে।
১ ফাল্গুন ১৪৩০ তারিখে বিবাহ লগ্ন:
এই দিন কোনো বিবাহের লগ্ন নেই।
১ ফাল্গুন ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:
- শ্রী পঞ্চমী,
- শ্রী শ্রী লক্ষ্মী- সরস্বতী পূজা,
- দোয়াত, কলম, বই ও বাদ্যযন্ত্রের পূজা,
- বাংলাদেশের চট্টগ্রাম জেলার আনোয়ার গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে মেলা,
- মদনপঞ্চমী এবং রতিকামদেব পূজা,
- ষট্ পঞ্চমী ব্রত,
- গোস্বামী মতে বসন্ত পঞ্চমী কৃত্য,
- শ্রী শ্রী কৃষ্ণার্চন,
- শ্রী শ্রী গৌরাঙ্গ গৃহিণী শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মোৎসব,
- শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব,
- শ্রীপাট গোপীবল্লভপুর এ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর বসন্ত উৎসব,
- পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বগড়া গ্রামে এবং ওই জেলার মানবাজার থানার অন্তর্গত পিড়ের গড়া গ্রামে প্রতিবছর সরস্বতী পূজা উপলক্ষে একটি মেলা বসে।
- মুর্শিদাবাদ জেলার কুমিরদহ গ্রামে ও কুমারপুর গ্রামে শ্রী পঞ্চমী তিথিতে শিব পূজা ও মেলা অনুষ্ঠিত হয়।
১ ফাল্গুন ১৪৩০ তারিখে রাশিফল:
এই রাশির জাতক-জাতিকাদের দ্বারা আজ জনহিতকর কার্য হতে পারে। | |
এই দিন এই রাশির জাতক জাতিকাদের আশার সঞ্চার হতে পারে। | |
আজ ঋণ প্রাপ্তি হতে পারে। | |
এই দিন ধনহানি হওয়ার সম্ভাবনা থাকবে। | |
আজ সিংহ রাশির জাতক জাতিকা দের বিলাসিতা থাকতে পারে। | |
আজ চোখের রোগে কষ্ট হতে পারে। | |
এই রাশির জাতক জাতিকাদের আজ কলা অনুশীলনের সম্ভাবনা থাকতে পারে। | |
আজ সাধু সঙ্গে শান্তি পাওয়ার সম্ভাবনা আছে। | |
উচ্চশিক্ষায় সাফল্য থাকবে আজ। | |
এই রাশির জাতক – জাতিকাদের আজ গৃহ সংস্কার হতে পারে। | |
আজ বন্ধু প্রীতি হতে পারে। | |
এই দিনটি তে এই রাশির জাতক জাতিকাদের প্রেমে সাফল্য থাকতে পারে। |
ফাল্গুন মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহঃ | শুক্র | শনি |
১ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২ ফাল্গুন আজকের পঞ্জিকা |
৩ ফাল্গুন আজকের পঞ্জিকা |
৪ ফাল্গুন আজকের পঞ্জিকা |
|||
৫ ফাল্গুন আজকের পঞ্জিকা |
৬ ফাল্গুন আজকের পঞ্জিকা |
৭ ফাল্গুন আজকের পঞ্জিকা |
৮ ফাল্গুন আজকের পঞ্জিকা |
৯ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১০ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১১ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১২ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১৩ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১৪ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১৫ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১৬ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১৭ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১৮ ফাল্গুন আজকের পঞ্জিকা |
১৯ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২০ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২১ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২২ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২৩ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২৪ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২৫ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২৬ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২৭ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২৮ ফাল্গুন আজকের পঞ্জিকা |
২৯ ফাল্গুন আজকের পঞ্জিকা |
৩০ ফাল্গুন আজকের পঞ্জিকা |
Bengali Calendar 1430
বৈশাখ 1430 | জ্যৈষ্ঠ 1430 |
আষাঢ় 1430 | শ্রাবণ 1430 |
ভাদ্র 1430 | আশ্বিন 1430 |
কার্ত্তিক 1430 | অগ্রহায়ণ 1430 |
পৌষ 1430 | মাঘ 1430 |
ফাল্গুন 1430 | চৈত্র 1430 |