1 Magh 1430 Tithi – Bengali Today Panjika – Rashifal | ১ মাঘ ১৪৩০ তিথি পঞ্জিকা ও রাশিফল

১ মাঘ ১৪৩০, মঙ্গলবার তিথি দিনক্ষণ, ইংরাজি – ১৬ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার

1 মাঘ 1430 তিথি দৈনিক পঞ্জিকা – বাংলা ক্যালেন্ডার 1430 – শুভ সময় – মুহুর্ত – রাশিফল (1 Magh 1430 Tithi Today Panjika and Rashifal) – Today Bengali Date

কোন ভাল কাজ করার জন্য ভালো দিন, ভালো তিথি, শুভক্ষণ, দেখে তবে সেই কাজটি সম্পন্ন করার জন্য আগ্রহ প্রকাশ করেন অনেকেই। এমনও অনেক দিন রয়েছে যেগুলিতে কোন শুভ কাজ করার মত শুভক্ষণ থাকে না। সুন্দর একটি দিন বেছে নেওয়ার জন্য কোন কিছুর উপরে ভরসা তো করতেই হয়, তাই না !

সেই কারণেই পঞ্জিকার সহযোগিতা নিতে হয়। শুভযাত্রা, শুভ কাজ, শুভ বিবাহ, তার পাশাপাশি সকল রাশির জাতক জাতিকাদের এই দিনটি কেমন কাটতে চলেছে, চলুন জানা যাক।

1 মাঘ 1430 তিথি পঞ্জিকা:

আজকের বাংলা তারিখ ১ মাঘ ১৪৩০, মঙ্গলবার
🌄 সূর্যোদয়- সকাল ৬ টা ২৬ মিনিট 🌅 সূর্যাস্ত- সন্ধ্যা ৫ টা ৮ মিনিট
⛪️ ইংরেজি: ১৬ ই জানুয়ারী ২০২৪
🛕 ভাস্করাব্দ: ২৬ পৌষ
🌺 অসম: ১ মাঘ
☀️ বিক্রম সংবৎ: ৫/৬ পৌষ সুদি
🕌 ইসলামিক: ৪ রজব
🐚 শুভ কর্ম্ম: দীক্ষা গ্রহণ
✈️ যাত্রা:- আজ যাত্রা নেই।

১ মাঘ ১৪৩০ তারিখে অমৃতযোগ:

সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ১০ টা ৪৩ মিনিটের মধ্যে, দুপুর ১২ টা ৫৬ মিনিট থেকে ২ টো ২৫ মিনিটের মধ্যে, দুপুর ৩ টে ০৯ মিনিট থেকে বিকেল ৪ টে ৩৭ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬ঃ১৩ মিনিট এর মধ্যে, রাত ৮ঃ৪৯ থেকে ১১ঃ২৪ মিনিটের মধ্যে, রাত ১ টা ৫৯ মিনিট থেকে ৩ টে ৪৩ মিনিটের মধ্যে অমৃত যোগ রয়েছে।

১ মাঘ ১৪৩০ তারিখে মাহেন্দ্রযোগ:

আজ কোনো মাহেন্দ্রযোগ নেই।

১ মাঘ ১৪৩০ তারিখে বিবাহ লগ্ন:

এই দিন কোনো বিবাহের লগ্ন নেই।

১ মাঘ ১৪৩০ তারিখে উৎসব, মেলা ও পূজা:

  • পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় সায়ংকালে বহিঃ প্রাঙ্গনে শ্রী শ্রী লক্ষ্মী পূজা
  • বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত জামতলা গ্রামের প্রতি বছর ১ লা মাঘ বাঁশুলী দেবীর পূজা উপলক্ষে তিন দিন ধরে মেলা বসে।
  • বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত উদ্ধারণপুর গ্রামে প্রতিবছর ১ লা মাঘ পরম বৈষ্ণব শ্রীমন উদ্ধারণ দত্ত ঠাকুরের আবির্ভাব উৎসব পালিত হয়
  • পুরুলিয়া জেলার ঝালদা থানার অন্তর্গত তরঙ্গ গ্রামে ১ লা মাঘ সুবর্ণরেখা নদীর ধারে সতীঘাটে বিভিন্ন দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করে পূজা ও মেলা অনুষ্ঠিত হয়
  • হুগলি জেলার পান্ডুয়ায় ১ লা মাঘ থেকে এক মাস পর্যন্ত “পান্ডুয়ার মাঘ মেলা” নামে একটি মেলা অনুষ্ঠিত হয়
  • অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিরোভাব দিবস (১৬ ই জানুয়ারি ১৯৩৮ খ্রিস্টাব্দ)

১ মাঘ ১৪৩০ তারিখে রাশিফল:

আজকের মেষরাশির রাশিফলমেষরাশি এই রাশির জাতক-জাতিকাদের আজ  কর্তব্যে ত্রুটি থাকতে পারে।
আজকের বৃষরাশির রাশিফলবৃষরাশি এই দিনে এই রাশির জাতক জাতিকাদের উদ্যোগ সফল হতে পারে।
মিথুন রাশিফলমিথুনরাশি আজ গবেষণায় সাফল্য থাকতে পারে।
আজকের কর্কটরাশির রাশিফলকর্কটরাশি এই দিন শ্রমজীবীদের জন্য শুভ হওয়ার সম্ভাবনা থাকবে।
আজকের সিংহরাশির রাশিফলসিংহরাশি আজ সিংহ রাশির জাতক জাতিকা দের জুয়ায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।
আজকের কন্যারাশির রাশিফলকন্যারাশি আজ সন্তানে উদ্বেগ হতে পারে।
আজকের তুলারাশির রাশিফলতুলারাশি এই রাশির জাতক জাতিকাদের আজ প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে।
আজকের বৃশ্চিকরাশির রাশিফলবৃশ্চিকরাশি আজ ভ্রমণে বিপদ হতে পারে।
আজকের ধনুরাশির রাশিফলধনুরাশি মতান্তর হতে পারে আজ।
মকর রাশিফলমকররাশি এই রাশির জাতক – জাতিকাদের আজকের দিনে মিশ্র ফল লাভ হতে পারে।
আজকের কুম্ভরাশির রাশিফলকুম্ভরাশি আজ দ্বিমুখী আয় করতে পারেন।
মীন রাশিফলমীনরাশি এই দিনটি তে এই রাশির জাতক জাতিকাদের সহানুভূতি লাভের সম্ভাবনা  আছে।

মাঘ মাসের প্রতিদিনের পঞ্জিকা ও রাশিফল

রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
মাঘ মাঘ মাঘ মাঘ মাঘ
মাঘ মাঘ মাঘ মাঘ ১০ মাঘ ১১ মাঘ ১২ মাঘ
১৩ মাঘ ১৪ মাঘ ১৫ মাঘ ১৬ মাঘ ১৭ মাঘ ১৮ মাঘ ১৯ মাঘ
২০ মাঘ ২১ মাঘ ২২ মাঘ ২৩ মাঘ ২৪ মাঘ ২৫ মাঘ ২৬ মাঘ
২৭ মাঘ ২৮ মাঘ ২৯ মাঘ

Bengali Calendar 1430

বৈশাখ 1430 জ্যৈষ্ঠ 1430
আষাঢ় 1430 শ্রাবণ 1430
ভাদ্র 1430 আশ্বিন 1430
কার্ত্তিক 1430 অগ্রহায়ণ 1430
পৌষ 1430 মাঘ 1430
ফাল্গুন 1430 চৈত্র 1430

Leave a Comment