
২০৩৬ গঙ্গা পূজা তারিখ এবং সময়, ২০৩৬ বাংলা ক্যালেন্ডার অনুসারে গঙ্গা পূজা কখন হবে জেনে নিন। ২০৩৬ গঙ্গা পূজা ক্যালেন্ডার। ২০৩৬ বাংলা উৎসবের তারিখ ও সময়। ২০৩৬ বাংলা ক্যালেন্ডার।
৩ জুন ২০৩৬
মঙ্গলবার
গঙ্গা পূজা একটি বিখ্যাত হিন্দু উৎসব। গঙ্গা দেবীকে উৎসর্গ করে এই উৎসব পালিত হয়। এই উৎসবটি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত শুক্লা পক্ষে অর্থাৎ মে এবং জুন মাসে পালিত হয়। গঙ্গা দেবীকে উৎসর্গ করে এইদিন গঙ্গা নদীতে স্নান করে নদীতে গঙ্গা দেবীকে উৎসর্গ করে পূজা করা হয়। সন্ধ্যার সময় আরতি করা হয়।এই উৎসবের দিন লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় স্নান করে গঙ্গাকে উপাসনা করে। এটি বাঙালীদের একটি জনপ্রিয় উৎসব।