
২০৫০ বুদ্ধ পূর্ণিমা তারিখ এবং দিন, ২০৫০ বাংলা ক্যালেন্ডার অনুসারে বুদ্ধ পূর্ণিমা কখন হবে জেনে নিন। ২০৫০ বুদ্ধ পূর্ণিমা উৎসব ক্যালেন্ডার। ২০৫০ বাংলা উৎসবের তারিখ ও সময়।
এই বছরের বুদ্ধ পূর্ণিমার তারিখ ও সময় :
৬ মে ২০৫০
শুক্রবার
বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব। এটি বাঙালীদেরও একটি জনপ্রিয় উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী ও বৈশাখী পূর্ণিমা নামেও বিশেষ পরিচিত। এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। এইদিন সকাল থেকে নানা ধরনের পুজা অর্চনা করা হয়। বাঙালীরা এইদিন অনেকে বাড়িতে সত্যনারায়ণ পুজা করেন এবং সকলকে প্রসাদ বিলি করা হয়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন গ্রামাঞ্চলে মেলা আয়োজিত হয়।