
২০২৫ জন্মাষ্টমী পূজা তারিখ এবং সময়, ২০২৫ বাংলা ক্যালেন্ডার অনুসারে জন্মাষ্টমী পূজা কখন হবে জেনে নিন। ২০২৫ জন্মাষ্টমী পূজা ক্যালেন্ডার। ২০২৫ বাংলা উৎসবের তারিখ ও সময়। ২০২৫ বাংলা ক্যালেন্ডার।
এই বছরের জন্মাষ্টমী পূজার তারিখ ও সময় :
১৫ আগস্ট ২০২৫
শুক্রবার
🔻 ইস্কন মতানুযায়ী 🔻
১৬ আগস্ট ২০২৫
শনিবার
জন্মাষ্টমী পূজা হিন্দু বাঙালীদের একটি বার্ষিক জনপ্রিয় উৎসব। বাঙালী ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমীর দিন পালিত হয়। জন্মাষ্টমী আসলে শ্রী কৃষ্ণের জন্মদিন হিসাবে উৎযাপন করা হয়। এইদিন শ্রীকৃষ্ণের কীর্তন গাওয়া হয়। শ্রীকৃষ্ণের মন্দির ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়। আচার নিয়মানুসারে মধ্যরাত পর্যন্ত উপবাস করে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। সকলে নতুন কাপড় পড়ে শ্রীকৃষ্ণের জন্মদিন উৎযাপনের জন্য মন্দিরগুলিতে জড়ো হয়ে শ্রীকৃষ্ণের উপাসনা করে। শ্রী কৃষ্ণের পছন্দনুসারে এইদিন কৃষ্ণ ভগবানকে মাখন, ক্ষীর, দই , নানাধরণের নাড়ু এবং নানারকম মিষ্টি পরিবেশন করা হয়।