
২০২০ পহেলা বৈশাখ তারিখ এবং সময়, ২০২০ বাংলা ক্যালেন্ডার অনুসারে পহেলা বৈশাখ কখন হবে জেনে নিন। ২০২০ পহেলা বৈশাখ ক্যালেন্ডার। ২০২০ বাংলা উৎসবের তারিখ ও সময়। ২০২০ বাংলা ক্যালেন্ডার।
এই বছরের পহেলা বৈশাখের তারিখ ও সময় :
১৪ এপ্রিল ২০২০
মঙ্গলবার
পহেলা বৈশাখ বাঙালীদের একটি বাৎসরিক জনপ্রিয় উৎসব। পহেলা বৈশাখ আসলে বছরের প্রথম দিন অর্থাৎ বাংলা নববর্ষ। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এটি বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ ১৪ বা ১৫ এপ্রিল পালিত হয়। এটি বাঙালীদের বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। এইদিন সকলে নতুন জামাকাপড় পড়ে। অনেকেই এইদিন বাড়িতে বা দোকানে গণেশ পূজা করেন। সকলে পূজা-অর্চনার মধ্যে দিয়ে নববর্ষ বা পহেলা বৈশাখ উৎসবটি পালন করে।