২০২০ মহালয়া তারিখ এবং দিন, ২০২০ বাংলা ক্যালেন্ডার অনুসারে মহালয়া কখন হবে জেনে নিন। ২০২০ মহালয়া উৎসব ক্যালেন্ডার। ২০২০ বাংলা উৎসবের তারিখ ও সময়।
এই বছরের মহালয়ার তারিখ ও সময় :
১৭ সেপ্টেম্বর ২০২০
বৃহস্পতিবার
মহালয়া বাঙালীদের একটি বড় জনপ্রিয় উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মহালয়া দুর্গাপূজার সাতদিন আগে অমাবস্যার দিন পালিত হয়।মহালয়া আবার পিতৃপক্ষ নামেও বিশেষ পরিচিত। মহালয়া আসলে দুর্গাপূজার সূচনা। মহালয়ার দিন থেকে দুর্গাপূজার চুড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। এইদিন ভোরে নদীতে পুরুষেরা তাঁদের মৃত পূর্বপুরুষদের উপলক্ষে তর্পন করেন। এইদিন পরম ক্ষমতাশালী দেবী দূর্গা রাক্ষস মহিষাসুরকে বধ করেছিলেন। তাই এইদিনে একটি বিশেষ মুহূর্তে দেবী দুর্গার চক্ষু আঁকা হয়, একে চক্ষুদান বলা হয়। মহালয়ার দিন ভোরে রেডিওতে মহালয়া অর্থাৎ দেবী দূর্গা কিভাবে মহিষাসুরকে বধ করেছিলেন তা সম্প্রসারিত হয়। মহালয়ার সারাদিন বিভিন্ন পূজা-অর্চনা হয়।