Mira- Atashilata(1894-1969)
Third of youngest daughter of Rabindranath Tagore


মীরা বা অতসীলতা (১৮৯৪-১৯৬৯)
রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠা কন্যা
১৮৯৪ সালে ১৩ই জানুয়ারী জন্ম হয় রবীন্দ্রানাথের কনিষ্ঠা কন্যা মীরার। তাঁর পোশাকি নাম ছিল অতসীলতা। মীরার শিক্ষাও শুরু হয় বাড়িতে। লরেন্স সাহেবের কাছে ইংরেজি শিখেছেন। কার্ত্তিকচন্দ্র নান
শেখাতেন ছবি আঁকতে। কবি নিজে মেয়েকে ইংরেজিতে চিঠি লিখতে উত্সাহ দিতেন। ৬ই জুন ১৯০৭ সালে নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে মীরার বিবাহ হয়। এবং জামাতাকে কৃষিবিদ্যা শিক্ষার জন্য আমেরিকা পাঠান। দাম্পত্য জীবন সুখের ছিল না।‘স্মৃতিকথা’ লেখার আগে তিনি কয়েকটি দেশি, বিদেশি ইংরেজি প্রবন্ধের সার সংকলন করেন। আটটা ছাপা হয় ‘প্রবাসী’ তে এবং তিনটি ‘তত্ত্ব্যবাধিনী’ পত্রিকায়।