![]() |
Nari Porikha Full Information in Bengali Language |
নাড়ী পরীক্ষাঃ
![]() |
Plusee Check in Bengali |
হাতের মণিবন্ধের নীচে বুড়ো মূলদেশে একটি রক্ত-সঞ্চালক শিরা আছে। ঐ শিরাটি স্পন্দন অনুভবের দ্বারা অনায়াসে রোগ নির্ণয় করা সম্ভব।
পুরুষের দক্ষিণ হাতের নাড়ী এবং স্ত্রীলোকের বামহাতের নাড়ী পরীক্ষা করতে হয়।
নিদ্রাকালে বা নিদ্রাভঙ্গের পরে, তৈলমর্দনের পরে, ভোজনকালে বা ভোজনের পরে, ক্ষুদাত বা তৃষ্ণার্ত অবস্থায়, অগ্নি অথবা রৌদ্র সেবনের পরে, মৈথুন, ভ্রমণ বা মাদকদ্রব্য সেবনের পরে নাড়ী পরীক্ষা করা অনুচিত। কারন উপরোক্ত সময়ে নাড়ী পরীক্ষা করলে সঠিক বোধ লাভ হয় না।